শিলিগুড়ি: বাজার থেকে ফেরা পথে মৃত্যু। বাড়ি আর যাওয়া হল না। ঘটনাটি শিলিগুড়ির নকশালবাড়িতে (Naxalbari) ঘটেছে। রবিবার স্থানীয় স্কুলডাঙ্গি মোড়ে পথ দুর্ঘটনাটি হয়। মোটরবাইকের সঙ্গে মুখোমুখি ধাক্কা (Bike Accident) লাগে স্কুটির। দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে স্কুটি চালকের।
অভিযোগ, দ্রুতগামী মোটরবাইক ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে স্কুটি চালকের। ঘটনায় জখম হয়েছেন মোটরবাইক চালকও। মৃত ব্যক্তি গোপাল টুডু (৮৫)। তিনি অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন।
এদিন ঘরে ফেরার পথে নকশালবাড়ির ভগিলরামজোতে রাজ্য সড়কে দ্রুতগতির বাইকের ধাক্কায় জখম হন ব্যক্তি। পরে, স্থানীয়রা উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতালে (Bike Accident Hospital) নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিনই পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনার কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।