Siliguri News | বাংলাদেশ থেকে ভারতে এসে কেন গ্রেফতার বাবা ও ছেলে!
শিলিগুড়ি: জাল আধার (Fake Aadhar Card) দেখিয়ে নেপালে প্রবেশের আগে দুই বাংলাদেশী এবং এক ভারতীয় যুবক গ্রেফতার। শিলিগুড়ি (Siliguri News) মহকুমার খড়িবাড়ি ইন্দো-নেপাল সীমান্তে (India Nepal Border) এসএসবি-র (SSB) ৪১ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা অভিযুক্তদের আটক করে। পরবর্তীতে ধৃতদের খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
এসএসবি সূত্রের খবর, ধৃতরা আধার দেখিয়ে নেপালে চোখের চিকিৎসার নাম করে প্রবেশ করার চেষ্টা করছিল। সীমান্তে সন্দেহ হওয়ায় অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করেন এসএসবি জওয়ানরা। ধৃতরা বাংলাদেশী নাগরিকত্বের কথা স্বীকার করে নিয়েছে। ধৃত দুই বাংলাদেশী গোনাস সাহা ও অনুপম সাহা বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জের বাসিন্দা বলে জানা গিয়েছে।
অপর ধৃত যুবক দীপঙ্কর দাস মুর্শিদাবাদের লালগোলার বাসিন্দা। ধৃত দুই বাংলাদেশীর সম্পর্ক বাবা ও ছেলে বলে জানা গিয়েছে। ধৃত তিনজনকেই এদিন খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ ঘটনায় মামলা রুজু করেছে। শুক্রবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে।
খড়িবাড়ি থানার ওসি সুদীপ বিশ্বাস জানান, এসএসবির অভিযোগে ধৃতদের রিমান্ডে নিয়ে জেরা করা হবে। পাশাপাশি, জাল আধার কীভাবে তৈরি করল তা জানতে তদন্ত শুরু করা হচ্ছে। এই ঘটনার পর জাল আধার তৈরির বিষয়টি নিয়ে বাংলাদেশী অনুপ্রবেশের বিষয়টি নিয়েও চিন্তিত প্রশাসনিক মহল।
অন্যধরনের খবর জানতে ভিজিট করুনঃ RELEASE 365
প্রতি মুহূর্তের খবরের আপডেট থাকছে আমাদের Facebook পেজ।