Naxalbari: মা কালীর আরাধনায় থিমের ছোয়া
শিলিগুড়ি: মা কালীর আরাধনায় রজত জয়ন্তী বর্ষে নজর কাড়তে চলেছে নকশালবাড়ি (Naxalbari) ইয়ং বয়েস ক্লাব। বিশেষ আকর্ষণ থাকছে থিম।
নকশালবাড়ির (Naxalbari) এই ক্লাব ২৫তম বর্ষে কথাকলী থিমে মন্ডপ সজ্জা করছে! উদ্যোক্তাদের দাবি সাড়ে সাত লক্ষ টাকা বাজেট রয়েছে এবার শ্যামা পুজোয়।
মহিলা ও পুরুষদের সমন্বয়ে ইয়ং বয়েস ক্লাবে এবার আনন্দ যেন ভরপুর। পুজো ছাড়াও থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। ৩১ অক্টোবর পুজোর উদ্বোধন হবে পুজো।
আরো পড়ুন: জলাশয়ের সামনে যেতেই দুর্গন্ধে প্রাণ ওষ্ঠাগত, কাছে যেতেই যা মিলল
পাশাপাশি, পরের দিন প্রসাদ বিতরণ করবেন উদ্যোক্তারা। নকশালবাড়ি, খড়িবাড়ি ছাড়াও গোটা শিলিগুড়ি মহকুমার মানুষ এই মন্ডপে ভিড় করবে দাবি উদ্যোক্তাদের।