Naxalbari: আবদার মিটল রঞ্জিতের, এগিয়ে এল মহকুমা পরিষদ
শিলিগুড়ি: বিশেষভাবে সক্ষম ব্যক্তিকে ট্রাই সাইকেল তুলে দিল শিলিগুড়ি মহকুমা পরিষদ। বুধবার শিলিগুড়ি মহকুমা পরিষদের এক প্রতিনিধি দল নকশালবাড়ির (Naxalbari) বাবুপাড়ার বাসিন্দা রঞ্জিত দাসকে ট্রাই সাইকেল তুলে দেয়।
জানা গিয়েছে, ১০ বছর আগে কাজ করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন রঞ্জিতবাবু। এরপর থেকে শয্যাশায়ী হয়ে পড়েছেন তিনি। দীর্ঘ টানাপোড়েনের পর ট্রাই সাইকেলের জন্য তিনি শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুন ঘোষের সঙ্গে যোগাযোগ করেন।
এদিন শিলিগুড়ি মহকুমা পরিষদের উদ্যোগেই রঞ্জিতবাবুকে ট্রাই সাইকেল দেওয়া হয়েছে। এদিন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুন ঘোষ ভিন রাজ্য ছিলেন। তাই, প্রতিনিধি দল রঞ্জিত দাসের নকশালবাড়ি (Naxalbari) বাবুপাড়ার বাড়িতে গিয়ে ট্রাই সাইকেল তুলে দেন।
আরো পড়ুন: মেয়ের সঙ্গে বাবা যা করলেন জানলে আঁতকে উঠবেন
আগামীদিনে যাতে বিশেষভাবে সক্ষম ওই ব্যক্তি চলাফেরা করতে পারেন সেজন্য এই ট্রাইসাইকেল করে তুলে দেওয়া হল বলে জানিয়েছেন প্রতিনিধি দলের সত্যনারায়ণ গোস্বামী। ট্রাই সাইকেল পেয়ে খুশি রঞ্জিত জানান, তার স্বপ্ন পূরণ হল।