শিলিগুড়ি: হাত বদলের আগেই নিষিদ্ধ কাফ সিরাপ সহ দুই যুবককে গ্রেপ্তার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানা। পুলিশ সূত্রের খবর, ধৃতদের নাম কাশিফ মাহফুজ শেখ (২৪) এবং কুদরত আলী (২৬)।
ধৃতরা দুইজনেই বিহারের পূর্ণিয়া জেলার চিড়াইয়ার বাসিন্দা। গোপন খবরের ভিত্তিতে রবিবার বিকেলে প্রধাননগর থানার অন্তর্গত তেনজিং নোরগে বাসট্যান্ড এলাকায় অভিযান চালিয় পুলিশ। সন্দেহজনকদের আটক করে পাঁচটি বস্তা উদ্ধার হয়। তল্লাশি চালিয়ে বস্তা থেকে দুই বাক্স করে নিষিদ্ধ নেশার কাফ সিরাপ উদ্ধার হয়।
জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা কাফ সিরাপ পাচারের কথা জানালে পুলিশ তাদের গ্রেফতার করে। উদ্ধার হওয়া ওই পাঁচটি বস্তা থেকে প্রায় এক হাজার বোতল নিষিদ্ধ নেশার কাফ সিরাপ উদ্ধার হয়েছে। ধৃতদের সোমবার শিলিগুড়ি আদালতে তোলা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।