Bagdogra | লরি খুলতেই বেরিয়ে এলো চারপেয়ে!

শিলিগুড়ি: লরি খুলতেই চক্ষু যেন চড়ক গাছ। লরির ভিতরে মোষ লুকিয়ে পাচারের চেষ্টা। অভিযুক্তদের গ্রেফতার করল শিলিগুড়ি (Siliguri News) মেট্রোপলিটন পুলিশের বাগডোগরা (Bagdogra) থানা। উদ্ধার হয়েছে ৩১টি মোষ।

পুলিশ সূত্রের খবর, এই মোষ বাংলাদেশে পাচারের ছক ছিল চোরাচালানকারীদের। তবে, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিহার থেকে অসম হয়ে বাংলাদেশের মোষ পাচারের ছক পুলিশ ভেস্তে দিয়েছে।

শনিবার এই খবর সামনে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। শিলিগুড়ির ভুট্টাবাড়ি সংলগ্ন এলাকায় নাকা তল্লাশি করার সময় পুলিশ সন্দেহের বশে দু’টি ট্রাক আটক করে। তল্লাশি চালাতেই মোষ উদ্ধার হয়েছে। চালকদের কাছে কোনো বৈধ কাগজপত্র না থাকায় মহিষ সহ লরি বাজেয়াপ্ত করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

ধৃতদের নাম মহম্মদ সামসুল ও মহম্মদ নাসির। ধৃতরা দু’জনেই বিহারের কাটিহারের বাসিন্দা। অপরদিকে, ধৃতদের এদিন শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। এই পাচারকারীদের সঙ্গে স্থানীয় কে বা কারা জড়িত রয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে বাগডোগরা থানা।

অন্যধরনের খবর জানতে ভিজিট করুনঃ RELEASE 365

প্রতি মুহূর্তের খবরের আপডেট থাকছে আমাদের Facebook পেজ।

Exit mobile version