Redmi 13C 5G | ১০ হাজার টাকায় 50 MP ক্যামেরা যুক্ত স্মার্টফোন!

Redmi 13C 5G

রিলিজ ৩৬৫ ওয়েবডেস্ক: Redmi কমদামে সেরা স্মার্টফোন বাজারে এনে তাক লাগিয়ে দেয়। এবারেও তার অন্যথা হচ্ছে না। পাশাপাশি থাকছে একাধিক ফিচার। খুব শীঘ্রই ভারতে Redmi 13C 5G এই স্মার্টফোনটি লঞ্চ হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যেই বাজেট স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে যথেষ্ট উৎসাহ তৈরি হয়েছে। 50MP ক্যামেরা থাকবে এই স্মার্টফোনে।

স্মার্টফোন নির্মাতা কোম্পানী ₹10,000 মধ্যে Redmi 13C 5G লঞ্চ করতে পারে। Redmi 13C 5G এর আগের মডেল Redmi 12C চলতি বছরের মার্চে লঞ্চ হয়েছিল। বাজেট স্মার্টফোন হিসেবে ভালো চলেছে। Redmi 13C এই বছরের শুরুতে নাইজেরিয়াতে লঞ্চ হয়েছিল। ৬ ডিসেম্বর ভারতে এই ফোন লঞ্চ হতে পারে। সেই কথা নিশ্চিত করে Redmi সামাজিক মাধ্যমে পোস্ট করেছে।

Redmi এর পোস্টে উল্লেখ করা হয়েছে যে Redmi 13C হবে একটি 5G ফোন। এটি কোম্পানির ‘C’ সিরিজের স্মার্টফোনের প্রথম ফোন যা 5G সাপোর্ট করবে। এই সিরিজের আগের ফোন Redmi 12C 4G সাপোর্টেড একটি বাজেট স্মার্টফোন ছিল। Redmi 13C 5G স্মার্টফোনটিতে 50 MP প্রাইমারি ক্যামেরা থাকবে। স্টারডাস্ট ব্ল্যাক এবং স্টার শাইন গ্রিন এই দুটি রঙ এ পাওয়া যাবে।

এই ফোনে স্পেসিফিকেশন (Redmi 13C 5G Specification) 91Mobiles এর একটি রিপোর্ট অনুসারে, Redmi 13C স্মার্টফোনে 6.74 ইঞ্চি HD+ ডিসপ্লে থাকবে। ডিসপ্লেতে 1600×720 পিক্সেলের রেজোলিউশন থাকতে। 90 Hz এর রিফ্রেশ রেট ক্ষমতাসম্পন্ন ডিসপ্লের সর্বোচ্চ ব্রাইটনেস থাকবে 450 nits স্মার্টফোনে MALI G52 GPU এর সঙ্গে MediaTek Helio G85 প্রসেসর থাকতে পারে। তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে স্মার্টফোনটি পাওয়া যেতে পারে।

আরও খবর পড়ুন: Randeep Hooda Marriage | বান্ধবীকে জীবনসঙ্গী করলেন এই বলিউড অভিনেতা 

একটি 4GB RAM/128GB Storage, অপরটি 6GB RAM/128GB Storage এবং শেষটিতে 8GB RAM/256GB Storage থাকবে। Redmi 13C স্মার্টফোনটি Xiaomi এর MIUI 14 এবং Android 13 হতে পারে। ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। Redmi 13C তে f/1.8 অ্যাপারচার সহ একটি 50MP প্রাইমারি সেন্সর এবং অপরটি f/2.4 অ্যাপারচার বিশিষ্ট 2MP ম্যাক্রো ক্যামেরা থাকবে। সেলফি এবং ভিডিও কলিং প্রয়োজন মেটাতে f/2.0 অ্যাপারচার সহ একটি 8MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

Redmi 13C এর নাইজেরিয়ান ভ্যারিয়েন্টের দামকে ভারতীয় টাকায় রূপান্তর করলে 4GB RAM সহ (Redmi 13C 5G Price in India) এর দাম প্রায় ₹10,000 থেকে শুরু হওয়া উচিত। সেখানে 8GB RAM যুক্ত ভেরিয়েন্টটি প্রায় ₹11,000 দাম হতে পারে। ফলে এই দামের অন্য স্মার্টফোন নির্মাণকারী সংস্থাগুলিকে ভারতেও টক্কর দিতে পারে Redmi এর এই নতুন বাজেট মোবাইল। তাই নতুন মোবাইল কেনার কথা ভেবে থাকলে আর ক’টা দিন অপেক্ষা করতেই পারেন।

 

Unveiling the all-new #Redmi13C in a captivating #StarShineDesign, infusing the cosmos into your palm.

Get ready to witness this cosmic beauty with the perfect blend of innovation. Launching on 6th December 2023. Know more: https://t.co/UntV8tJCLx pic.twitter.com/H7KFHmTmZY — Redmi India (@RedmiIndia) November 27, 2023

 

অন্যধরনের খবর জানতে ভিজিট করুনঃ RELEASE 365

প্রতি মুহূর্তের খবরের আপডেট থাকছে আমাদের Facebook পেজ।

Exit mobile version