রিলিজ ৩৬৫ ওয়েবডেস্ক: অবশেষে সমস্ত জল্পনা সত্যি করে বান্ধবী লিন লাইশরামের (Lin Laishram) সঙ্গে বিয়ের পিড়িতে বসলেন রণদীপ হুডা (Randeep Hooda)। কয়েকদিন আগেই বিয়ের কার্ড সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলেন বলিউড অভিনেতা রণদীপ। বুধবার রাতে (Randeep Hooda Marriage) বিয়ের ছবি পোষ্ট এই বলিউড অভিনেতা। পাগড়ি মাথায় রণদীপ এবং গা ভর্তি সোনার গয়নায় বিয়ের (Randeep Hooda Wedding) সাজে লিনকে অপরূপ লেগেছে।
২৯ নভেম্বর ইম্ফলে বিয়ে করেন এই দম্পতি। রণদীপ হুডা ও লিন লাইশরাম এখন স্বামী-স্ত্রী। দম্পতি তাদের পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করলেন। মেইতেই রীতি মেনে বিয়ে হয় তাদের। রনদীপ-লিন (Randeep Hooda-Lin Laishram wedding) এর বিয়ের ছবিতে মালা পড়াতে দেখা যাচ্ছে। রণদীপ বিয়ের (Randeep Hooda Marriage) জন্য কয়েকদিন আগেই সেখানে পৌঁছে গিয়েছিলেন।
রণদীপ মণিপুরী বরের পোশাক পড়েছিলেন। অন্যদিকে, লিন (Randeep Hooda Wife) একটি ঐতিহ্যবাহী মণিপুরী বধূর পোশাক পরেছিলেন। দম্পতি তাদের বিয়ের অনুষ্ঠান এগিয়ে যাওয়ার সাথে সাথে মালা বিনিময় করেছেন। সেখানে উপস্থিত ছিলেন পরিবারের বিশিষ্ট সদস্যরা। রণদীপ ৪৭ বছর বয়সে (Randeep Hooda Age) বিয়ে করলেন৷ তার স্ত্রী ১০ বছরের ছোট। লিন লাইশরামের বর্তমান বয়স (Randeep Hooda Wife Age) ৩৭ বছর।
#WATCH | Manipur | Actors Randeep Hooda and Lin Laishram tie the knot in a traditional Meitei wedding ceremony in Imphal. pic.twitter.com/MsRLUhcCwE
— ANI (@ANI) November 29, 2023
অন্যধরনের খবর জানতে ভিজিট করুনঃ RELEASE 365
প্রতি মুহূর্তের খবরের আপডেট থাকছে আমাদের Facebook পেজ।