WhatsApp | আর ফাটবে না হোয়াটসঅ্যাপে পাঠানো ছবি!

রিলিজ ৩৬৫ ডিজিটাল ডেস্ক: ফের নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। এতদিন এই অ্যাপ দিয়ে ছবি কিংবা ভিডিও পাঠালে ব্যবহারকারীরা মান নিয়ে সন্তুষ্ট ছিলেন না। ইউজারদের কথা ভেবে নতুন বেশকিছু ফিচার (WhatsApp Latest Feature) যোগ করা হবে বিশ্বের জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপে।

প্রথমত, এতদিন পর্যন্ত হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন ব্যবহারকারীরা ত্রিশটির বেশি ছবি বা ভিডিও পাঠাতে পারতেন না। নতুন ফিচার যোগ করার পর একসঙ্গে একশোটি ছবি পাঠাতে পারবেন। অ্যান্ড্রয়েড (Android) এবং আইওএস (iOS) উভয় প্ল্যাটফর্মের ব্যবহারকারীই এই সুবিধা নিতে পারবেন।

হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন ব্যবহার করে এক ক্লিকে একশোটি ছবি কিংবা ভিডিও পাঠানোর এই ফিচারটি সর্বপ্রথম দেখা গিয়েছে Android 2.23.4.3 আপডেটের জন্য WhatsApp Beta ভার্সনে। এছাড়াও আরও নতুন একাধিক ফিচার যোগ করা হয়েছে। এতদিন ডকুমেন্ট পাঠানোর সময় ক্যাপশন যোগ করা যেত না। এখন তাও করতে পারবেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা।

কোনও ভয়েস মেসেজ ট্রান্সক্রিপ্ট করার সুবিধাও পেয়েছেন হোয়াটসঅ্যাপ বেটা টেস্টার এই সুবিধা পেয়েছেন। এই ফিচারের মাধ্যমে আপনার ভয়েস নোট ট্রান্সক্রাইব করে লেখায় রূপান্তরিত করতে পারবেন ইউজাররা। তবে, এই ফিচারটি এখনও ডেভেলপমেন্টের স্তরে রয়েছে। তাই সামান্য কিছু বেটা টেস্টার ছাড়া অন্য ব্যবহারকারীরা এই ফিচার থেকে বঞ্চিত রয়েছেন। তবে, পরীক্ষায় সাফল্য মিললে সকলেই সবিধাটি ব্যবহার করতে পারবেন।

অন্যধরনের খবর জানতে ভিজিট করুনঃ RELEASE 365

প্রতি মুহূর্তের খবরের আপডেট থাকছে আমাদের Facebook পেজ।

Exit mobile version