Dinesh Phadnis | গুরুগম্ভীর অপারেশনে গিয়ে আর হাসাবেন না ফ্রেডরিকস

Dinesh Phadnis news

রিলিজ ৩৬৫ ওয়েবডেস্ক: হিট টিভি শো সিআইডি (CID) এর ফ্রেডরিকস আর অভিনয় করবেন না। অভিনেতা দীনেশ ফাডনিস (Dinesh Phadnis), জনপ্রিয়ভাবে ‘ফ্রেডি’ নামেই পরিচিত ছিলেন। টিভি সিরিজ সিআইডিতে তার চরিত্রের নামেই তিনি খ্যাতি অর্জন করেছিলেন। মঙ্গলবার ৫ ডিসেম্বর তিনি দেহত্যাগ করলেন। একথা তাঁর সহ-অভিনেতা দয়ানন্দ শেঠি নিশ্চিত করেছেন। ৫৭ বছর বয়সী এই অভিনেতা (Dinesh Phadnis Age) ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন। সেইসঙ্গে লিভারের সমস্যায় ভুগছিলেন।

 

সামাজিক মাধ্যমে মেয়ের সঙ্গে শেয়ার করা দীনেশের ছবি। সৌজন্যে: ফেসবুক

 

একটি রিপোর্ট অনুযায়ী, দীনেশ ফাডনিস ৫ ডিসেম্বর সকাল ১২ টা নাগাদ মুম্বাইয়ের তুঙ্গা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সে সময় তাঁর শরীরের একাধিক অঙ্গ কাজ করছিল না৷ আগের রাতে তাঁকে ভেন্টিলেটর সাপোর্ট থেকে সরিয়ে দেওয়া হয়। এদিন দীনেশ ফাডনিস (CID Actor Phadnis) কে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। জনপ্রিয় শো ‘সিআইডি’-তে দিনেশের সহ-অভিনেতা দয়ানন্দ শেঠি অভিনেতার স্বাস্থ্য সম্পর্কিত তথ্য শেয়ার করেছিলেন। তাঁর মৃত্যু সংবাদে (Dinesh Phadnis News) শোকস্তব্ধ টিভি শো প্রেমীদের একটা বড় অংশ।

আরও খবর পড়ুন: ঘূর্ণিঝড়ের কবলে আমির খান, ভাইরাল উদ্ধারের ছবি 

দীনেশ ফাডনিস টেলিভিশন সিরিজ ‘সিআইডি’-তে ‘ফ্রেডেরিকস’-এর চিত্রায়নের জন্য পরিচিত হয়েছিলেন। অভিনেতা শিবাজি সাটাম এই টিভি শোতে এসিপি প্রদ্যুম্ন চরিত্রে অভিনয় করেছিলেন। এই শোয়ের জন্য তিনি দুই দশক উৎসর্গ করেছেন। ভারতের সবচেয়ে দীর্ঘমেয়াদী টেলিভিশন শো-গুলির মধ্যে একটি, ‘সিআইডি’। ১৯৯৮ সালে আত্মপ্রকাশ করেছিল এই শো। ‘সিআইডি’-তে তাঁর অংশ ছাড়াও, ‘তারক মেহেতা কা উল্টা চশমা’ নামে মূলধারার টেলিভিশন শো-তে দীনেশ ফাডনিস কাজ করেছিলেন।

অন্যধরনের খবর জানতে ভিজিট করুনঃ RELEASE 365

প্রতি মুহূর্তের খবরের আপডেট থাকছে আমাদের Facebook পেজ।

Exit mobile version