Jiocinema | ফ্রি থাকছে না এই অ্যাপ, গুণতে হবে মাসিক চার্জ

রিলিজ ৩৬৫ ডিজিটাল ডেস্ক: জিও সিনেমা (JioCinema) ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে কনটেন্ট প্রদর্শন বন্ধ হতে চলেছে। কিছুদিন আগের ঘোষণা মতো যে কোনো টেলিকম সংস্থার ব্যবহারকারীরাই বিনামূল্যে জিও সিনেমা (Jio Cinema) ব্যবহারের সুযোগ পাবেন বলে জানানো হয়েছিল। এখন সেই সুযোগ আর মিলবে না বলে জানা যাচ্ছে।

দর্শকদের জন্য নিয়ে আসা হতে পারে সাবস্ক্রিপশন প্ল্যান। ফলে, বিনামূল্যে এখান আর কিছু পাবেন না। আইপিএল (IPL) শেষ হলেই জিও সিনেমা (JioCinema) ব্যবহারকারীদের জন্য এই দুঃসংবাদ বাস্তব হতে চলেছে মনে করা হচ্ছে। অনলাইন কনটেন্টের জন্য অনলাইন প্ল্যাটফর্ম গ্রাহকদের থেকে টাকা নেবে। IPL 2023 এর পর বিনামূল্যে আর কনটেন্ট দেখা যাবে না। তবে, সুসংবাদও রয়েছে।

রিলায়েন্সের মিডিয়া অ্যান্ড কনটেন্ট বিজনেস প্রেসিডেন্ট জ্যোতি দেশপাণ্ডে সংবাদমাধ্যম ব্লুমবার্গের কাছে বলছেন, জিও সিনেমা (JioCinema) কনটেন্টের জন্য এবার চার্জ করা হবে সেই বিষয়টি নিশ্চিত হয়ে গিয়েছে। তবে, সঠিক মূল্য নির্ধারণ এখনও চূড়ান্ত করা হয়নি। তিনি আরও জানিয়েছেন, ২৮ মে IPL শেষ হওয়ার আগেই প্ল্যাটফর্মে কনটেন্ট যোগ করা হবে।

তাঁর বক্তব্য অনুযায়ী, দর্শকরা এখনও বিনামূল্যে আইপিএল দেখতে পারবেন, সে কথা তিনি নিশ্চিত করেছেন। দর্শকদের জন্য ট্যারিফ খুব সহজ ও সাধারণ করা হবে বলে তিনি ব্লুমবার্গের কাছে তিনি দাবি করেছেন। তাঁর কথা, এই মুহূর্তে স্ট্রিমিংয়ের ক্ষেত্রটি ওয়েস্টার্ন কনটেন্টে পরিপূর্ণ। সেই জায়গাতেই আমরা অনুঘটক হওয়ার চেষ্টা করছি, যাতে যতটা সম্ভব বেশি পরিমাণে ভারতীয় কনটেন্ট দেখানো যায়।

অন্যধরনের খবর জানতে ভিজিট করুনঃ RELEASE 365

প্রতি মুহূর্তের খবরের আপডেট থাকছে আমাদের Facebook পেজ।

Exit mobile version