Ramoji Rao কে ছিলেন, যার মৃত্যুতে শোকজ্ঞাপন করলেন নরেন্দ্র মোদি থেকে রাষ্ট্রপতি সবাই?

Ramoji Rao Death

রিলিজ ৩৬৫ ওয়েবডেস্ক: রামোজি রাও (Ramoji Rao) ইনাডু সংবাদপত্র, ইনাডু ডিজিটাল প্ল্যাটফর্ম ইটিভি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা ছিলেন। সিনেমা শ্যুটিংয়ের অন্যতম এবং বড় সেট রামোজি ফিল্ম সিটি তিনিই তৈরি করেছিলেন। উষাকিরণ মুভিজ কোম্পানিরও কর্ণধার ছিলেন রামোজি রাও (Ramoji Rao)।

ফিল্ম ডিস্ট্রিবিউশনের ব্যবসা ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে তিনি বিনিয়োগ করে গিয়েছেন। অনেক কিছুতেই তাঁর অবদান অনস্বীকার্য। রামোজি রাও (Ramoji Rao) শনিবার ভোর ৪ টে ৫০ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। সূত্রের খবর, উচ্চ রক্তচাপ এবং শ্বাসকষ্টের জন্য তাঁকে ৫ জুন হায়দরাবাদের হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

আইকনিক মিডিয়া ব্যারন রামোজি রাও (Media Barron Ramoji Rao) এর হার্টে একটি স্টেন্ট স্থাপনও করেছিলেন বলে সূত্রের খবর। পরে তাঁকে আইসিইউতে ভেন্টিলেশনে রাখা হয়। তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। রামোজি রাও এর এই চলে যাওয়া (Ramoji Rao Passes Away) বিভিন্ন ক্ষেত্রেরই বড় ক্ষতি করে দিল। এই নক্ষত্র পতনকে মেনে নিতে পারছেন না কেউই।

প্রযোজনা সংস্থা উষাকিরণ মুভিজের প্রধান ছিলেন রামোজি রাও (Ramoji Rao)। তিনি একজন ছিলেন খ্যাতনামা ভারতীয় চলচ্চিত্র প্রযোজক। তিনি এই কাজের জন্য জাতীয় পুরস্কার এবং দুটি ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিলেন। সাংবাদিকতা, সাহিত্য এবং শিক্ষায় অবদানের জন্য ২০১৬ সালে তিনি দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মবিভূষণে সম্মানিত হন। সব মিলিয়ে তাঁর মৃত্যুতে গোটা দেশে শোকের ছায়া।

রামোজি রাও এর মৃত্যুতে (Ramoji Rao Death) শোকপ্রকাশ করেছেন নরেন্দ্র মোদিও। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, শ্রী রামোজি রাও গারুর মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তিনি ছিলেন একজন দূরদর্শী মানুষ, যিনি ভারতীয় গণমাধ্যমে বিপ্লব ঘটিয়েছেন। তাঁর সমৃদ্ধ অবদান সাংবাদিকতা এবং চলচ্চিত্র জগতে একটি চিরস্থায়ী ছাপ রেখে গেছে। তাঁর উল্লেখযোগ্য প্রচেষ্টায়, মিডিয়া এবং বিনোদন জগতে তাঁর উদ্ভাবনী চিন্তা এবং শ্রেষ্ঠত্ব বিশেষ এক মাত্রা স্থাপন করেছে।

আরো পড়ুন: Aasif Khan অভিনয়ে আসার আগে কিচেন হেল্পের কাজ করেছেন তারকার রিসেপশনেও, কেন!

মোদি আরও লেখেন, রামোজি রাও গারু ভারতের উন্নয়নের প্রতি অত্যন্ত আগ্রহী ছিলেন। আমি ভাগ্যবান যে তাঁর সঙ্গে যোগাযোগ ঘটার এবং তাঁর প্রজ্ঞা থেকে উপকৃত হওয়ার বেশ কয়েকটি সুযোগ পেয়েছি। এই কঠিন সময়ে তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং অগণিত ভক্তদের প্রতি সমবেদনা। ওম শান্তি’

Exit mobile version