Shruti Haasan এবং Adivi Sesh একসঙ্গে অ্যাকশন থ্রিলার Dacoit সিনেমায়!

রিলিজ ৩৬৫ ওয়েবডেস্ক: অ্যাকশন থ্রিলার ডাকাত (Dacoit) সিনেমায় জন্য প্রথমবার একসঙ্গে কাজ করছেন আদিবি সেশ (Adivi Sesh) এবং শ্রুতি হাসান (Shruti Haasan)। দ্রুত গতিতে সিনেমার কাজ চলছে। সম্প্রতি, শ্রুতি হাসান (Shruti Haasan) সামাজিক মাধ্যমে সিনেমার বিহাইন্ড দ্যা সিন শেয়ার করেছেন।

সেই ছবিতে দেখা যাচ্ছে শ্রুতি হাসান এবং অদিবি সেশ (Adivi Sesh) ফিল্মের সেটে রয়েছেন। সর্বশেষ আপডেট অনুযায়ী, ডাকাত (Dacoit) সিনেমার টিম একটি বড় অ্যাকশন সিকোয়েন্স তৈরি করছে। (Dacoit) ডাকাত সিনেমার রোমাঞ্চকর গল্পে দুই প্রাক্তন প্রেমিক ডাকাতির জন্য পুনরায় একত্রিত হয়েছে। সিনেমার বড় অংশজুড়ে গ্রামীণ ভারতের পটভূমিতে তৈরি হয়েছে।

আরো পড়ুন: Noor Malabika Das: লাস্যময়ীর এমন ভয়ঙ্কর পরিণতি!

সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন আদিবী সেশ। সিনেমা পরিচালনা করছেন শনিল দেও। সেশের (Adivi Sesh) প্রশংসিত থ্রিলার, ক্ষনম এবং গুডছাড়ি (GoodaChari)। ছবিটি প্রযোজনা করছেন সুপ্রিয়া ইয়ারলাগাড্ডা এবং সহ-প্রযোজক সুনীল নারাং। ভীমা সেসিরোলিও এই প্যান-ইন্ডিয়া প্রকল্পের জন্য সঙ্গীত লিখেছেন।

Exit mobile version