Nikki Yadav | লিভ ইন পার্টনার এবং খুনের রহস্য!

রিলিজ ৩৬৫ ওয়েবডেস্ক: নিক্কি যাদব (Nikki Yudav) খুনের ঘটনায় তদন্ত যতই এগোচ্ছে ততই চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। দিল্লিতে (Delhi Murder) লিভ ইন পার্টনারকে লুকিয়ে অন্য কাউকে বিয়ে এবং তা নিয়ে তৈরি হওয়া সমস্যা সমাধান করতেই খুন (Murder Case) করা হয়েছিল নিক্কিকে। নিক্কিকে খুন করতে তাকে সাহায্য করেছিল তার লিভ ইন পার্টনার সাহিল গেহলটের পরিবারের লোকজনই!

গত ১৪ ফেব্রুয়ারি দিল্লির বাইরে একটি ধাবার ফ্রিজ থেকে নিক্কি যাদবের মৃতদেহ উদ্ধার হয়। জানা গিয়েছে, তাকে খুন করা হয় ৯ ফেব্রুয়ারি। তারপরই দেহ লোপাটের চেষ্টা। কিন্তু, উদ্দেশ্য সফল না হওয়ায় মৃতদেহ পরিবারের ধাবার একটি ফ্রিজে ঢুকিয়ে রেখেছিল সাহিল। দিল্লিতে শ্রদ্ধা ওয়ালকরের খুনের পর ফের লিভ ইন পার্টনারের হাতে খুন হলেন আরও এক তরুণী।

পুলিশ সাহিলের বাবা ও তার পরিবারের ৩ সদস্য ও বন্ধুকে গ্রেফতার করেছে। তারাই নিক্কিকে খুন করতে সাহায্য করেছিল বলে অভিযোগ সামনে এসেছে। দিল্লি পুলিশের স্পেশাল কমিশনার রবীন্দ যাদব সংবাদসংস্থাকে জানিয়েছেন, নিক্কি যাদব খুনের ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ওই খুনে সাহিলকে সাহায্য করেছিল তার বাবাও।

ক্লোজ সার্কিট টিভি ক্যামেরার ফুটেজে নিজের ঘরে যাওয়ার সময়ে নিক্কিকে দেখা গিয়েছিল ৯ ফেব্রুয়ারি। তার কয়েকঘণ্টা পরেই তাকে খুন করা হয় বলে তদন্তকারীরা অনুমান করছেন। সূত্রের খবর, নতুন বিয়ে নিয়ে নিক্কি ও সাহিলের মধ্যে ঝগড়া হয়। ফলশ্রুতিতে নিক্কিকে মোবাইল চার্জিং কেবল দিয়ে শ্বাসরোধ করে খুন করে সাহিল। পরিবারের সদস্যদের সাহায্যে ধাবার ফ্রিজে মৃতদেহ ঢুকিয়ে দেয়।

অন্যধরনের খবর জানতে ভিজিট করুনঃ RELEASE 365

প্রতি মুহূর্তের খবরের আপডেট থাকছে আমাদের Facebook পেজ।

Exit mobile version