নির্বাচনে নিজের কেন্দ্রে হেরেও, উত্তরাখণ্ডে মুখ্যমন্ত্রী হলেন পুষ্কর সিং ধামি

pushkar singh dhami

ওয়েবডেস্ক: উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচনে বিজেপি জিতেছে। উত্তর প্রদেশ, মণিপুর এবং গোয়াতেও জিতেছে বিজেপি। তবে, উত্তরাখণ্ডেই বিশেষ পদক্ষেপ নিয়েছে দল (BJP)। সেখানে নিজের কেন্দ্র খাতিমা থেকে হেরে যান বিদায়ী মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি (pushkar singh dhami)। নির্বাচনে হেরেও দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে বসলেন তিনি।

এদিন উত্তরাখণ্ডে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক তথা কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং উপস্থিতিতে দেরাদুনে বৈঠক ছিল। সেখানে ছিলেন মীনাক্ষী লেখিও। বিজেপির ঘোষণার পর ধামি রাজ্যপালের সঙ্গে দেখা করবেন। পাশাপাশি, সরকার গড়ার আবেদন করবেন তিনি।

মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে তিনি এগিয়ে থাকলেও দলের একাংশ, বিশেষ তিন বড় নেতা ত্রিবেন্দ্র সিং রাওয়াত, রমেশ পোখরিয়াল নিশাঙ্ক এবং সতপাল মহারাজ মনে করেছিলেন, এবার বদল আনা উচিত। কেন্দ্রীয় নেতৃত্ব পুষ্কর সিং ধামি-র উপরই ভরসা রাখলেন।

Exit mobile version