উপনির্বাচন তিনটি আসন দখলে রাখব, বললেন Sukanta Majumdar

Sukanta Majumdar Press meet

রিলিজ ৩৬৫ ওয়েবডেস্ক: লোকসভা নির্বাচনে ভালো ফল হয়নি বিজেপির। আর তাই এবারে উপনির্বাচনে আরও মজবুত স্ট্র্যাটেজি তৈরি করেই এগোতে চাইছে ভারতীয় জনতা পার্টি। শনিবার বিজেপির বৈঠক থেকে অন্তত এমনটাই স্পষ্ট হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, ‘এবারও অন্তত তিনটি আসন দখলে রাখব।’

এদিনের বৈঠকে অনেক বেশি প্রাধান্য পেয়েছ আসন্ন চার বিধানসভা উপনির্বাচনের প্রার্থী বাছাই। বাগদা, মানিকতলা, রানাঘাট দক্ষিণ ও রায়গঞ্জ- চার আসনের জন্য প্রতিটিতে তিন জন করে সম্ভব্য প্রার্থী বাছাই করা হচ্ছে। সব মিলিয়ে চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য দলের কেন্দ্রীয় নেতৃত্বকে ১২ জনের প্রস্তাবিত নাম পাঠানো হচ্ছে।

উপনির্বাচনে অন্তত তিনটি আসনে জয়ের ব্যাপারে আত্মপ্রত্যয়ী বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। এমনকি চারে চার হওয়ায় সম্ভাবনাও খোলা রাখছেন তিনি। তাঁর দাবি, বাগদা, রানাঘাট দক্ষিণ ও রায়গঞ্জ দখলে রাখবে বিজেপি। সুকান্ত বলেন, ‘চারটি আসনেও আমরা জিততে পারি। মানিকতলাতে আমরা মাত্র তিন হাজার ভোটে পিছিয়ে রয়েছি।’

ভোটে পিছিয়ে থাকার প্রসঙ্গে সুকান্ত মজুমদার (Sukanta Majumdar BJP) বলেছেন, ‘এটা শুধুমাত্র হয়েছে শান্তিরঞ্জন কুণ্ডুর বদমায়েশি ও গুন্ডামির জন্য। শান্তিরঞ্জন কুণ্ডু টাইট হলে পরেই সব ঠিক হয়ে যাবে। তবে কুণ্ডুবাবুরও জেনে রাখা উচিত, একদিন না একদিন ওঁরও সময় আসবে।’ একুশের বিধানসভা নির্বাচনে এই চার আসনের মধ্যে তিনটিই ছিল বিজেপির দখলে।

আরো পড়ুন: Arundhati Roy: লেখিকার বিরুদ্ধে UAPA মামলা করার অনুমতি দিল দিল্লির

বাগদা থেকে বিজেপির টিকিটে জিতেছিলেন বিশ্বজিৎ দাস। রানাঘাট দক্ষিণে বিজেপির থেকে জিতেছিলেন মুকুটমণি অধিকারী। রায়গঞ্জে বিজেপির টিকিটে জিতেছিলেন কৃষ্ণ কল্যাণী। কিন্তু, নির্বাচনের পরে বিশ্বজিৎ দাস ও কৃষ্ণ কল্যাণী তৃণমূল কংগ্রেসে যোগ দেন। আর এবারের লোকসভা ভোটের আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন মুকুটমণিও।

উপনির্বাচনে আবার মুকুটমণি ও কৃষ্ণ কল্যাণীকে পুরোনো আসন থেকেই প্রার্থী করেছে। তবে এবারের উপনির্বাচন নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar BJP)। অবশ্য, এই উপনির্বাচনে শেষ হাসি ঘাসফুল নাকি পদ্ম শিবির সেটা সময়ই বলবে। তবে, বিজেপির রাজ্য সভাপতির করা দাবি নিয়ে বিজেপি কর্মীদের মধ্যে সমর্থন রয়েছে বলেই জানা গিয়েছে।

Exit mobile version