শিলিগুড়ি: রাজ্য সরকার সুষ্ঠু এবং অবাধ নির্বাচন করতে দিলে উপনির্বাচনে বিজেপিই জিতবে দাবি করলেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। বুধবার মাদারিহাটে উপনির্বাচনে প্রার্থীর মনোনয়নে যাওয়ার পথে কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে নেমে একথা বলেছেন তিনি।
বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) জানান, মাদারিহাট আমাদের দলের পুরোনো শক্ত ঘাঁটি। নির্বাচন সুষ্ঠু হলে বিপুল ভোটে জিতবে বিজেপি। অন্যদিকে, কোচবিহারের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কটাক্ষ করেছেন তিনি।
এ প্রসঙ্গে সুকান্ত মজুমদার জানালেন, কোচবিহারে তৃণমূল কংগ্রেস অরাজকতার রাজনীতি করেছে। আগামী বিধানসভা নির্বাচন আসলে সাধরণ মানুষ বিজেপিকে জেতাবেন৷ আগেও সেখানকার মানুষ বিজেপিকে বিজেপিকে বিপুল ভোট দিয়েছেন।
আরো পড়ুন: মেয়ের সঙ্গে বাবা যা করলেন জানলে আঁতকে উঠবেন
অপরদিকে, গত পরশু জুনিয়র চিকিৎসক ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হয়। সেই বৈঠকে জুনিয়রদের অনেক দাবি পূরণ করা উচিত বলে মত বিজেপির রাজ্য সভাপতির। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার কটাক্ষের সুরে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেছেন, স্বাস্থ্য ব্যবস্থা বিঘ্নিত হলে মুখ্যমন্ত্রীকে তার দায় নিতে হবে।