শিলিগুড়ি: আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ যেন কমছেই না! প্রথম থেকেই কেন্দ্র সরকারের বরাদ্দ প্রকল্পে রাজ্যের শাসকদলের বিরুদ্ধেই বিজেপি অস্বচ্ছতার দাবি করে আসছে। মঙ্গলবার শিলিগুড়ির খড়িবাড়িতে রানিগঞ্জ বিন্নাবাড়ি মন্ডল বিজেপির পক্ষ থেকে রানিগঞ্জ পানিশালী গ্রাম পঞ্চায়েতের প্রধানকে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
এদিন আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ মিছিলও করে বিজেপি। মিছিল শেষে খড়িবাড়ির রানিগঞ্জ বিন্নাবাড়ি মন্ডল বিজেপির পক্ষ থেকে রানিগঞ্জ পানিশালী গ্রাম পঞ্চায়েতের প্রধানকে স্মারকলিপি প্রদান করা হয়। বিজেপির অভিযোগ, তৃণমূল কংগ্রেসের নেতাদের নাম রয়েছে আবাস যোজনায় ঘরের তালিকায়। কিন্তু, বিজেপি করেন বা সমর্থন করেন এমন সাধারণ মানুষকে বেছে বেছে নাম কেটে দেওয়া হয়েছে প্রকল্পের তালিকা থেকে।
আবাস যোজনায় গ্রামে গ্রামে সার্ভে করে যোগ্য সাধারণ মানুষদের ঘর দিতে হবে এই দাবি করেছে বিজেপি। আগামী দিনে ব্যবস্থা না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। অপরদিকে, যোগ্যরাই ঘর পাবেন বলে রানিগঞ্জ পানিশালী গ্রাম পঞ্চায়েতের প্রধান দাবি করেছেন।