West Bengal Bypolls BJP Candidate List 2024 : উপনির্বাচনে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি

রিলিজ ৩৬৫ ওয়েবডেস্ক: বিধানসভা উপনির্বাচন হতে চলেছে রাজ্যের ৬ কেন্দ্রে। ওই সমস্ত কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপি (West Bengal Bypolls BJP Candidate List 2024)। এবারের উপনির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। দীপক কুমার রায় সিতাই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন।

মাদারিহাট থেকে গেরুয়া শিবিরের হয়ে লড়বেন রাহুল লোহার। নৈহাটি কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন রূপক মিত্র। হাড়োয়া কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন শ্রী বিমল দাস। মেদিনীপুর কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন শ্রী শুভজিৎ রায়।

আর তালডাংরা থেকে বিজেপির প্রার্থী হচ্ছে শ্রীমতি অনন্যা রায় চক্রবর্তী। রাজ্যের শাসকদল তৃণমূলের তরফে এখনও প্রার্থী তালিকা ঘোষণা করা হয়নি। তার আগেই বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। ঘাসফুল শিবির প্রার্থী তালিকায় কারা থাকছেন এখন সেটাই দেখার।

Exit mobile version