কুয়াশাকে হাতিয়ার করে গরু পাচারে চেষ্টা!

শিলিগুড়ি: কুয়াশাকে ঢাল করে গরু পাচারের চেষ্টা। রুখে দিল এসএসবি। সুযোগ বুঝে গাড়ি ছেড়েই পালিয়ে গেল পাচারকারীরা। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির নকশালবাড়িতে। পরে গরু খোয়াড়ে পাঠানো হয়েছে।

শীতে তাপ প্রবাহ কমতেই বেড়েছে কুয়াশার দাপট। এরজেরেই সীমান্ত এলাকা দিয়ে গরু পাচারের চেষ্টার অভিযোগ উঠছে। শুক্রবারও এমনই ঘটনা ঘটেছে ভারত-নেপাল সীমান্তে।

নকশালবাড়ির ঝাপুজোতর সীমান্তের এলাকা দিয়ে গরু পাচারের সময় এস‌‌এসবির নজরে বিষয়টি ধরা পড়ে। পরিস্থিতি বেগতিক বুঝে গরু রেখে পালিয়ে যায় পাচারকারীরা। উদ্ধার হওয়া ৫টি গরু নকশালবাড়ি পুলিশে তুলে দেওয়া হয়।

Exit mobile version