ডিজিটাল ডেস্ক: গত ২৪ ঘণ্টায় রাজ্যে ফের বাড়ল করোনার দৈনিক সংক্রমণ হার কমল সোমবারের তুলনায়। সংক্রমণ এখন আগের তুলনায় অনেকটাই নেমে এসেছে। কয়েকদিন আগেও সংক্রমণ ২৪ হাজার পেরিয়ে গিয়েছিল। এখন সেই সংক্রমণ অনেকটাই কম। মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য দপ্তর প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ ৭০০ এর উপর রয়েছে বলে জানা গিয়েছে।
যদিও, কলকাতায় সংক্রমণ নিয়ে যথেষ্ট উদ্বেগ দেখা দিয়েছে। রাজ্যের মধ্যে সবথেকে বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন ওই জেলায়। শুধু সেখানেই সংক্রমণ ১০০ পেরিয়েছে৷ সোমবার দৈনিক সংক্রামিতের সংখ্যা ছিল ৬৪১। মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৩৬ জন। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১০৮ জন। রাজ্যে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২০ লক্ষ ৭ হাজার ২৪৯ জন। পজিটিভিটি রেট ছুঁয়েছে ১.৮৭ শতাংশ। দৈনিক সংক্রামিতের সংখ্যা কমলেও, উদ্বেগ বাড়াচ্ছে মৃত্যু।
সোমবারের তুলনায় মৃতের সংখ্যা বেড়েছে। পরিসংখ্যান অনুযায়ী, সোমবার মৃত্যু হয়েছিল ২৯ জনের। আর গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩২ জনের। করোনাকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এমন সংখ্যা কম নয়। ১ হাজার ৫৫৯ জন ভাইরাসের সঙ্গে লড়াই করে জয়ী হয়েছেন। রাজ্যে সুস্থতার হার অনেকটাই বেড়েছে।
সোমবার রাজ্যে সুস্থতার হার ছিল ৯৮.১২ শতাংশ। আর গত ২৪ ঘণ্টায় ৯৮.১৬ শতাংশ। মোট অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ১৬ হাজার ৯। রাজ্যের নিরিখে একদিনে সবথেকে কম সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন কালিম্পংয়ে। সেখানে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ জন। উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে আক্রান্তের সংখ্যা ৪৯ জন, কোচবিহারে ৩৩ জন, দার্জিলিংয়ে ৫২ জন, জলপাইগুড়িতে ২৭ জন, উত্তর দিনাজপুরে ১৪ জন, দক্ষিণ দিনাজপুরে ১৫ জন এবং মালদায় ৩৮ জন।
উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৯৪ জন। দক্ষিণ ২৪ পরগনায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৪ জন। ঝাড়গ্রামে ২৪ ঘণ্টায় এই জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১১টি জেলার বাসিন্দাদের। জলপাইগুড়িতে ১ জন, দক্ষিণ দিনাজপুরে ২ জন, নদিয়াতে ১ জন, বীরভূমে ১ জন, বাঁকুড়ায় ৫ জন, পূর্ব মেদিনীপুরে ২ জন, পশ্চিম বর্ধমানে ৯ জন, হুগলিতে ১ জন, উত্তর ২৪ পরগনায় ৪ জন, দক্ষিণ ২৪ পরগনায় ১ জন এবং কলকাতায় করোনা সংক্রমণে ৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।