রাজ্যে বাড়তে পারে আরও মেডিকেল কলেজ, সুযোগ বাড়বে ডাক্তারি পড়ুয়াদের!

রিলিজ ৩৬৫ ওয়েবডেস্ক: রাজ্যে অন্তত ৮টি নতুন মেডিকেল কলেজ (Medical College) হতে চলেছে। সেই মেডিকেল কলেজগুলির মধ্যে অন্যতম হল পুরুলিয়ার ভারত মেডিকেল কলেজ, খড়গপুরের ডাঃ বিসি রায় মাল্টি স্পেশালিটি মেডিকেল রিসার্চ সেন্টার, অশোকনগরের এমআর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, বর্ধমানের ইস্ট-ওয়েস্ট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স।

এছাড়াও রাজ্যে আরও বেশকিছু মেডিকেল কলেজ তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে। এরমধ্যে রয়েছে নিউ টাউনে পিকেজি মেডিকেল কলেজ, রানাঘাটের মন্দাকিনি ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, কৃষ্ণনগরের ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, রঘুনাথগঞ্জের জাকির হোসেন মেডিকেল কলেজ। খবর সূত্রের। নতুন শিক্ষাবর্ষ থেকে হবে এই মেডিকেল কলেজ (Medical College) এককথায় রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে নতুন দিশা দেখাতে পারে এই মেডিকেল কলেজগুলি।

আরো পড়ুন: Arundhati Roy: লেখিকার বিরুদ্ধে UAPA মামলা করার অনুমতি দিল দিল্লির

এই মেডিকেল কলেজ চালু হলে ডাক্তারি ছাত্র-ছাত্রীরা পড়ার সুযোগ পাবেন। আরও বেশি ছাত্র-ছাত্রী রাজ্যে থেকেই ডাক্তারি পড়ার সুযোগ পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সূত্রের খবর, সব মিলিয়ে বাংলায় মেডিকেল কলেজের সংখ্যা দাঁড়াবে ৪৪টি। এমবিবিএস আসনের সংখ্যা বাড়লে সুবিধা পাবে ছাত্র-ছাত্রীদের। রাজ্যের মেডিকেল কলেজগুলির সঙ্গে হাসপাতালগুলি সংযুক্ত থাকে। সেক্ষেত্রে মেডিকেল কলেজের বাড়লে, বাড়বে হাসপাতালেরও উন্নতি হবে।

Exit mobile version