Kharibari: কালী পুজোয় বিশেষ চমক, সমাজের কোন চিত্র তুলে ধরবে এই ক্লাব!

শিলিগুড়ি: মায়ের ঋণ নাকি শোধ করা যায় না! এমন কথা বহুবার পন্ডিতরা বলে গিয়েছেন। মানুষ তো বটেই প্রায় প্রতিটি জীবের জীবনে এই মায়ের অবদান রয়েছে। খড়িবাড়ির (Kharibari) পানিট্যাঙ্কিতে জগৎ বন্ধু ইয়ং স্পোর্টিং ক্লাব ৩১ তম বর্ষে কালী পুজোয় থিম ‘মাতৃঋণ’।

প্রতিবছর খড়িবাড়ির (Kharibari) এর এই ক্লাবের সদস্যরা অন্যরকম ভাবনায় কালী মায়ের আরাধনায় ব্রতী হন। এবছরের পুজোয় দর্শনার্থীদের মন জয় করতেই বিশেষ থিমের ভাবনা কর্তৃপক্ষের। সোমবার ক্লাব প্রাঙ্গণে খুঁটি পুজোর মধ্য দিয়ে প্রস্তুতি শুরু করল জগৎ বন্ধু ইয়ং স্পোর্টিং ক্লাব।

ছেলেমেয়ে বড় হয়ে বৃদ্ধ মায়েদের অবহেলা করতে বিভিন্ন সময় এই সমাজেই দেখা যায়। এই বিষয়টি ফুঁটিয়ে তোলা হবে মন্ডপ সজ্জায়, জানিয়েছেন ক্লাব সদস্যরা। সেই সঙ্গে চন্দননগরের আলোকসজ্জায় ১৫টি গেটে অযোধ্যার রাম মন্দিরের দৃশ্য তুলে ধরা হবে।

আরো পড়ুন: লোকালয়ে দিব্যি ঘুরছে গজরাজ!

নেপাল এবং বিহার থেকে লক্ষ লক্ষ দর্শনার্থীদের ভিড় উপচে পড়বে বলে দাবি পুজো উদ্যোক্তাদের। পুজো ছাড়াও, বস্ত্র বিতরণ, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হবে বলে জানিয়েছেন ক্লাবের বিশিষ্ট সদস্য অভিজিৎ রায়।

Exit mobile version