শিলিগুড়ি: সকলের মধ্যে আনন্দ ছড়িয়ে দিয়ে চুরি যাওয়ার ৩ দিনের মাথায় অবশেষে উদ্ধার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল (North Bengal Medical College) থেকে চুরি যাওয়া সদ্যোজাত শিশুপুত্র। এক মহিলাকে পুলিশ উত্তর দিনাজপুর (Uttar Dinajpur) জেলার চোপড়া থেকে গ্রেফতার করেছে। তার হেপাজত থেকে চুরি যাওয়া শিশু উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।
বৃহস্পতিবার দার্জিলিং জেলায় অবস্থিত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা করাতে আসেন শিলিগুড়ি (Siliguri News) মহকুমার খড়িবাড়ির (Kharibari) রঞ্জিতা সিংহ। সেখানে চিকিৎসারত থাকাকালীন ওইদিন এক মহিলা মায়ের কাছ থেকে শিশুটিকে নিয়ে বেপাত্তা হয়ে যায়। ঘটনায় একদিকে মেডিকেল কলেজ চত্বরে শোরগোল পড়ে যায়।
অপরদিকে, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। ওই ঘটনার পর পুলিশ মেডিকেল কলেজের সিসিটিভি (CCTV Camera) ফুটেজ খতিয়ে দেখা শুরু করে। শুরু হয় অভিযুক্ত মহিলার খোঁজে চিরুনি তল্লাশি। অবশেষে ঘটনার ৩ দিনের মাথায় শনিবার রাতে চুরি যাওয়া শিশু সমেত অভিযুক্ত মহিলাকে পুলিশ গ্রেফতার করতে পেরেছে। এই খবরে খুশির আবহ সবমহলে।
শিশুটির শারীরিক যাবতীয় পরীক্ষার পর প্রসূতি বিভাগে চিকিৎসাধীন তার মায়ের হাতে তুলে দেওয়া হবে বলে মেডিকেল সূত্রের খবর। রবিবার মাটিগাড়ায় থানায় এনিয়ে শিলিগুড়ি (Siliguri) মেট্রোপলিটন পুলিশের তরফে একটি সাংবাদিক বৈঠক ডাকা হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় বড়ো কোনো শিশু পাচারচক্র জড়িত রয়েছে কিনা তা সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে।
অন্যধরনের খবর জানতে ভিজিট করুনঃ RELEASE 365
প্রতি মুহূর্তের খবরের আপডেট থাকছে আমাদের Facebook পেজ।