শিলিগুড়ি: পিকনিক থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল বায়ু সেনায় কর্মরত দুই ব্যক্তির। রবিবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির অদূরে বাগডোগরা জংলীবাবার মোড় কাছে।
রবিবার মৃতদের নাম পরিচয় না জানা গেলেও সোমবার তা জানা গিয়েছে। দুর্ঘটনায় মৃতদের নাম রাজু সারকি (৩৮) ও রনজিৎ সিং (২৯)। তারা আলিপুরদুয়ারের হাসিমারার বাসিন্দা ছিলেন।
জানা গিয়েছে, মোটরবাইক নিয়ে পিকনিকে এসেছিলেন তারা৷ রাস্তায় মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে যায়। রাস্তার ধারে থাকা গাছে ধাক্কা দেয় মোটরবাইক। ছিটকে পড়েন দুই ব্যক্তি।
আশঙ্কাজনক অবস্থায় জখমদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। পথেই দুই জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বাগডোগরা থানার পুলিশ।