রেস্তোরাঁর আড়ালে কী চলছিল! গ্রেফতার কর্মী

শিলিগুড়ি: রেস্তোরাঁর আড়ালে চলছিল অবৈধ মদের কারবার। আবগারি দপ্তরের হানার উদ্ধার ভিন রাজ্যের মদ সহ কাঁচা স্পিরিট এবং দেশি মদও। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির বাগডোগরা এলাকায়।

বুধবার বাগডোগরা বিমানবন্দর মার্কেটে একটি রেস্তোরাঁয় অভিযান চালায় আবগারি দপ্তর। রেস্তোরাঁ থেকে উদ্ধার হয়েছে সিকিমের মদ, কাঁচা স্পিরিট ও দেশী মদ।

আবগারি দপ্তরের এক আধিকারিক জানান, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। অবৈধভাবে কারবার চালানোর অভিযোগে রেস্তোরাঁর এক কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে।

অভিযোগ, তৃণমূল কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্যর রেস্তোরাঁ সেটি। ঘটনা প্রকাশ্যে আসতেই ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। এই কারবার চলতে থাকলে এলাকার যুব সমাজের ওপর খারাপ প্রভাব পড়বে বলে মত বিজেপি নেতাদের একাংশের।

তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ জানান, গোটা ঘটনায় আইন আইনের পথে চলবে। প্রশাসন বিষয়টি দেখছে। বিষয়টি রাজ্য নেতৃত্বকে জানানো হবে। তাদের নির্দেশ অনুযায়ী কাজ হবে বলে তিনি জানিয়েছেন।

Exit mobile version