শিলিগুড়ি: বাড়ি ফেরার পথে নয়ানজুলিতে উল্টে গেল পড়ুয়া বোঝাই গাড়ি। দুর্ঘটনায় জখম ৩৯ জন পড়ুয়া। জখমদের ২ জনের মাথা ফেঁটে গিয়েছে বলে খবর। শিলিগুড়ির কাছে বিধাননগর এলাকায় জাতীয় সড়কের উপর ভীমবার এলাকায় ঘটনাটি ঘটেছে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার পড়ুয়ারা নকশালবাড়ি এলাকায় একসঙ্গে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। ফেরার পথে একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে পড়ুয়া বোঝাই গাড়িটি উল্টে সড়কের পাশে নয়নজুলিতে পড়ে যায়।
খবর পেয়ে বিধাননগর পুলিশ এবং ট্রাফিক গার্ডের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। জখমদের উদ্ধার করে বিধাননগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
এদিন ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণে বেঁচে গিয়েছেন গাড়ি ভর্তি পড়ুয়া সকলেই। কীভাবে দুর্ঘটনা ঘটল তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি সরানোর কাজ শুরু করা হয়েছে।