কেন্দ্রশাসিত অঞ্চল হবে, প্রক্রিয়া চলছে, জানালেন অনন্ত মহারাজ

শিলিগুড়ি: নকশালবাড়ির লালজিজোতে মেচি নদীর পাড়ে পিকনিকে যোগ দিলেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েনের নগেন্দ্র রায় তথা অনন্ত মহারাজ।

রবিবার জিসিপিএ সদস্যরা স্বাগত জানানোর পর সাংস্কৃতিক অনুষ্ঠান ও বনভোজনের বিষয়ে আলোচনা করেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বনভোজনের প্রয়োজনীয়তার কথা আলোচনা করেন। তিনি জানান, প্রধানমন্ত্রী শিলিগুড়িতে এলে ডাক পাব।

তবে, আলাদা রাজ্য নিয়ে নতুন করে কিছু বলতে চাননি। তিনি জানান, যা বলার আগেই বলেছেন। রাজ্য হবে না! কেন্দ্রশাসিত অঞ্চল হবে। তার প্রক্রিয়া চলছে। এটাই আমরা চেয়েছি, তা হচ্ছে। এদিন পুত্র ও স্ত্রীর তার সঙ্গে পিকনিকে যোগ দিয়েছিলেন।

Exit mobile version